বাপ–বেটাকে একসঙ্গে দেখতে চান দর্শক
1705
Shares
এমনিতেই খুদে নবাব তৈমুর আলী খান জনপ্রিয়। পাপারাজ্জিদের ক্যামেরার চোখ ওর দিকে লেগেই থাকে। ভক্তদেরও উৎসাহের কমতি নেই। এবার তাঁদের আবদার, পিতা-পুত্রকে একসঙ্গে পর্দায় দেখলে কেমন হয়। এক ভক্ত সাইফ আলী খানের কাছে এমন পরামর্শই দিয়ে বসলেন।