বাপ–বেটাকে একসঙ্গে দেখতে চান দর্শক

এমনিতেই খুদে নবাব তৈমুর আলী খান জনপ্রিয়। পাপারাজ্জিদের ক্যামেরার চোখ ওর দিকে লেগেই থাকে। ভক্তদেরও উৎসাহের কমতি নেই। এবার তাঁদের আবদার, পিতা-পুত্রকে একসঙ্গে পর্দায় দেখলে কেমন হয়। এক ভক্ত সাইফ আলী খানের কাছে এমন পরামর্শই দিয়ে বসলেন।

‘ফিট আপ উইথ দ্য স্টারস’ শিরোনামের একটি শোতে এক ভক্ত সাইফকে এই পরামর্শ দেন। ‘সেক্রেড গেমস’ অভিনেতা এর জবাবে বলেন, ‘টিমের (তৈমুর আলী খান) সঙ্গে কাজ করা বেশ ক্লান্তিকর হতে পারে। সে তো কিছুতেই শুটিং করতে চায় না। বাচ্চাদের সঙ্গে কাজ করা কঠিন, বিশেষ করে নিজের বাচ্চার সঙ্গে।’

সাইফ আলী খানের পুরো পরিবারই তারকা পরিবার। সাইফ নিজে অভিনেতা। তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিং অভিনেত্রী। পরের স্ত্রী কারিনা কাপুর বলিউডের শীর্ষ তারকাদের একজন। প্রথম স্ত্রীর মেয়ে সারা আলী খান বলিউডে হাঁটা শুরু করেছেন। ছেলে ইব্রাহিম বাবার পথেই হাঁটতে প্রস্তুত।

সুতরাং তৈমুরও যে অভিনয়ে আসবে, বলার অপেক্ষা রাখে না। এমনিতেই এখন সে মা-বাবার পাশাপাশি খুদে তারকা হিসেবে জনপ্রিয়। সাইফ একটি পডকাস্ট শোতে এ কথা জানিয়েছিলেন যে তৈমুর অবশ্যই অভিনয়ে আসবে।

সাইফ আলী খানকে দেখা যাবে ‘বানটি অউর বাবলি টু’, ‘আদিপুরুষ’ ও ‘ভূত পুলিশ’ সিনেমাতে। সূত্র: হিন্দুস্তান টাইমস, পিঙ্কভিলা

1705 Shares