সিরাজদিখানে তারকব্রক্ষ মহানাম যজ্ঞ
1910
Shares
মোঃ সাগর হোসেনঃ
সিরাজদিখানে ৫০তম বর্ষপূর্তি বিশ্বের সকল প্রাণীর শান্তি ও কল্যাণ কামনায় বাৎসরিক শ্রীমদ্ভাগবক পাঠ ও ৫৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরের দ্বীন ভক্তবৃন্দদের আয়োজনে সন্তোষপাড়া গৌর নিতাই মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। এসময় রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।