শ্রীনগর ১০ দিনেও হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ;  ক্ষোভ জানালেন পূজা উদযাপন পরিষদ 

ভবতোষ চৌধুরী নুপুরঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সত্যরঞ্জন দত্ত (৬৪) নামের এক ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যা ঘটনায় শোকাহত পরিবারকে সহমর্মিতা জানাতে আসেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ও মুন্সীগঞ্জ জেলার নেতৃবৃন্দ।  শনিবার বিকেল ৫ টার দিকে উপজেলার জশুরগাঁও  সত্যরঞ্জন দত্তের বাড়িতে তার স্ত্রী ও পরিবারের সাথে কথা বলেন।
এসময় বাংলাদের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান। এবং হত্যাকাণ্ডের ১০ দিনের মধ্যে কোন আসামি গ্রেফতার করতে না পারায় ক্ষোভও প্রকাশ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ডি, এন, চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সমাজ কল্যাণ সম্পাদক বিপুল ঘোষ শংকর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নির্বাহী সদস্য অধ্যাপক রতন কুমার সুর।
আরোও উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সময় কুমার ঘোষ, সাধারণ সম্পাদক নবীন কুমার রায়, সহ-সভাপতি বিমল দাস, বিমল পাল, সাংগঠনিক সম্পাদক বাসুদেব নাগ, মুন্সীগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ননী গোপাল হালদার, মুন্সীগঞ্জ পূজা উদযাপন পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক তপন রাজবংশী, শ্রীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায় প্রমুখ।
শ্রীনগর থানার এস আই (মামলার তদন্তকারী কর্মকর্তা) অংকুর কুমার ভট্রাচার্য্য বলেন- আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। পারিবারিক, ব্যাবসায়ীক এবং এলাকায় মাদক বিক্রি কিংবা মাদকসেবী এসমস্ত বিষয় গুলো খোঁজখবর নেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন ওয়েতে সর্বোচ্চ গুরুত্বদিয়ে এই মামলাটা নিয়ে কাজ করছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীকে সনাক্ত করা সম্ভব হবে।#
1911 Shares