মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন কিনলেন মুহম্মদ আব্দুল্লাহ আল নোমান

 

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসন থেকে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক মুহম্মদ আব্দুল্লাহ আল নোমান। রবিবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মুহম্মদ আব্দুল্লাহ আল নোমান বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

1839 Shares