মুক্তারপুর নৌ পুলিশের অভিযানে ১৬০ কেজি জাটকা উদ্ধার

অনি হাসানঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৪ মণ (১৬০) কেজি জাটকা ইলিশ উদ্ধার করেছে মুক্তারপুর নৌ পুলিশ। বুধবার ভোরে মুন্সীগঞ্জের হাটলক্ষীগঞ্জ লঞ্চঘাট থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় বিক্রি নিষিদ্ধ এসব জাটকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মোঃ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব জাটকা ইলিশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জাটকাগুলো বিভিন্ন হাটবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে।

এসব জাটকা ইলিশের দাম ৬৪ হাজার টাকা। জব্দকৃত জাটকা এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। এসময় মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শামসুর রহমান ও মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মোঃ লুৎফর রহমান সহ নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।#

1330 Shares