পঞ্চবট্টি-মুক্তারপুর সড়ক প্রশস্তকরণ ও দুই তলা সড়কের নির্মাণ কাজ উদ্বোধন

মুন্সীগঞ্জবাসীর আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে

স্টাফ রিপোর্টাঃ

মুন্সীগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ-এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি বলেছেন, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরতœ শেখ হাসিনা এমপি আজ নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রীজ পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দুইতলা তলা সড়কের নির্মাণ কাজ শুভ উদ্বোধনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জবাসীর জন্য সম্ভাবনার এক নব দুয়ার উন্মোচন করেছেন। এই সড়কটি নির্মিত হলে মুন্সীগঞ্জবাসীর আর্থ-সামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে এবং নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের সঙ্গে রাজধানীর যোগাযোগ নেটওয়ার্ক আরও সহজতর ও গতিশীল হবে।

মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রীজ পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দুইতলা তলা সড়কের নির্মাণ কাজ করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। নারায়নগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে এই ভার্চুয়াল সভায় যোগদান করেন অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। প্রকল্পটির পঞ্চবটি প্রান্তে নারায়ণগঞ্জের সংসদ সদস্য এ কেএম শামীম ওসমান এবং অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস উদ্বোধনী ফলক উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য প্রদানকালে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এ কথা বলেন। এ সময় তিনি মুন্সীগঞ্জবাসীর বহুল প্রতীক্ষিত এই প্রকল্পের কাজ শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি এবং প্রকল্পে জমি প্রদানকারীদেরকে কৃতজ্ঞতা জানান এবং স্থানীয় জনসাধারণকে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান। এ সময় সড়ক বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাগণ ও প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি বলেন, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপির নেতৃত্বে বাংলাদেশ আর্থ-সামাজিক, যোগাযোগ-অবকাঠামো, শিক্ষা-দীক্ষা, কৃষি, শিল্প, সংস্কৃতি, তথ্য-প্রযুক্তিসহ সকল খাতেই ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশী রাষ্ট্রের মর্যাদায় উন্নীত হয়েছে। এক সময়ের খাদ্যাভাবের দেশ থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বাংলাদেশ আজ বিশে^র ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে।

তিনি বলেন, সারাদেশে যোগাযোগ ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন অর্জিত হয়েছে। পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, বঙ্গবন্ধু ট্যানেল, নতুন নতুন রেল যোগাযোগ স্থাপন, নতুন নতুন ব্রীজ, উড়াল সড়ক নির্মাণের মধ্য দিয়ে শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় যোগাযোগ ব্যবস্থায় স্মার্ট নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে।

1693 Shares