দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করতে হবে- মৃণাল

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ-এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি বলেছেন, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করতে হবে। নতুন প্রজন্মের খেলাধুলা ও শরীর চর্চার অবারিত সুযোগ সৃষ্টি করতে হবে। সে জন্য ক্রীড়াবন্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে।

বৃহস্পতিবার গজারিয়া উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ। আরও বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, মনিরুল হক মিঠু, হাফিজুজ্জামান খান জিতু, ইঞ্জি. সাহিদ হাসান লিটু, কামরুল হাসান ফরায়েজী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈয়ব আলী মোল্লা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের মিয়া সহ আরো অনেকে।

অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি বলেন, ক্রীড়া ও শরীর চর্চা মানসিক বিকাশ, প্রশান্তি ও চিত্ত সুদ্ধির অন্যতম নিয়ামক উপাদান। খেলাধুলা ও সাংষ্কৃতিক চর্চা একদিকে যেমন চিত্ত-মনের পরিশুদ্ধি অর্জনে ভ‚মিকা পালন করে অন্য দিকে অপরাধ প্রবণাতা হ্রাস করে। সুস্বাস্থ্য ও সতেজ মন সুখী-জীবনের দক্ষিণ দুয়ার। খেলাধুলা মানসিক সু-প্রবৃত্তির প্রবৃদ্ধি এবং কু-প্রবৃত্তির হ্রাস ঘটায়। খেলাধুলা ও সংস্কৃতি চর্চা তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, নৈরাজ্য, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ থেকে দূরে রাখে। খেলাধুলা ও সংস্কৃতি চর্চা মানসিক বিকাশ ঘটায়, ভাতৃত্ববোধের সৃষ্টি করে এবং মানবিক আচার-আচরণের অনুশীলন ঘটায়।

তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়াবন্ধব সরকার। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও ক্রীড়াবান্ধব মানুষ। তিনিও খেলাধুলা ভালবাসেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে তিনি বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াঙ্গনের সবচেয়ে আপনজন, দায়িত্বশীল অভিভাবক, নিবেদিতপ্রাণ দর্শক ক্রীড়াঙ্গনের প্রধান পৃষ্ঠপোষক। ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনাকালেই বাংলাদেশ ক্রীড়াঙ্গনের বড় অর্জনগুলো স্পর্শ করেছে।

1043 Shares