তফসিলকে স্বাগত জানিয়ে এমপি মৃণাল কান্তি দাসের সমর্থকদের আনন্দ মিছিল
স্টাফ রিপোর্টারঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন। আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পরপর স্বাগত জানিয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের নির্দেশে মুন্সীগঞ্জ শহরে আনন্দ মিছিল করেছে তার সমর্থকরা। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবুর নেতৃত্বে শহরের সুপারমার্কেট এলাকার প্রধান সড়কে সহস্রাধিক নেতাকর্মীকে নিয়ে আনন্দ মিছিল করেন। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল, মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালাম, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান শরীফ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, জেলা যুব মহিলা লীগের আহবায়ক মোর্শেদা বেগম লিপি, পৌর কাউন্সিলর মকবুল হোসেন, পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস, শ্রমিকলীগ নেতা আবুল কাশেম, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান দর্পন, আওয়ামী লীগ নেতা নূর হোসেন ভূইঁয়া, শ্রমিকলীগ নেতা আব্দুল মতিন মোল্লা, যুব মহিলা লীগ নেত্রী হুমাইয়ারা আক্তার রিমা প্রমুখ।