উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন- এমপি মৃণাল

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ-এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি বলেছেন, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপির নেতৃত্বে অগ্রসরমান উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিন। আগামী প্রজন্মের জন্য একটি সুখি-সমৃদ্ধশালী শান্তিপূর্ণ-কল্যাণকর সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন।

শুক্রবার মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এ কথা বলেন তিনি। এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. গোলাম মাওলা তপন, কাউন্সিলর মকবুল হোসেন, মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ প্রমুখ।

অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি বলেন, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এক সময়ের ভঙ্গুর অর্থনীতি এবং ক্ষুধা-মন্দা পীড়িত খাদ্যাভাবে আক্রান্ত বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। খাদ্যে স্বয়ংস্পূর্ণতা অর্জন করেছে। পাহাড়-সমান প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে এই উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে কেবলমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের গুণে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষতা ও কর্মকুশলতায় বিশ^সভায় বাংলাদেশ আজ আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের এই সাফল্যযাত্রাকে অব্যাহত রাখতে হবে। দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামাতের ষড়যন্ত্র-চক্রান্ত এবং অপপ্রচার সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অগ্রসরমান উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে।

 

 

1962 Shares