মুন্সীগঞ্জে ৬ লক্ষাধিক টাকার মাদক ধ্বংস

মুন্সীগঞ্জে ৬ লক্ষ ৬৪ হাজার ৫শ টাকা মুল্যের মাদক ধ্বংস করা হয়েছে।

বিভিন্ন মামলার আলামত এ সমস্ত মাদক বুধবার (৩০ ডিসেম্বর) বিকালে মুন্সীগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের দক্ষিন পাশে ধ্বংস করা হয়। এ সমস্ত মাদকের মধ্যে জেলার বিভিন্ন থানার ১১টি মাদক মামলার ১৪শ ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩শ ১৪ ক্যান বিয়ার, ৫৪ বোতল ফেন্সিডিল, ৪ কেজি ৭শ গ্রাম গাজা রয়েছে। যার মূ্ল্য প্রায় ৬ লক্ষ ৬৪ হাজার ৫শ টাকা।

মুন্সীগঞ্জ জেলা আলামত ধ্বংস কমিটির সভাপতি ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আরফাতুল রাকিব এর উপস্থিতিতে এ সমস্ত আলামত ধ্বংস করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন আলামত ধ্বংস কমিটির সদস্য ও কোর্ট পরিদর্শক মো. জামাল উদ্দিন, মাদক দ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব, পুলিশের এস আই আ: সালাম, এস আই রেজাউল, এস আই মাজেদ মিয়া প্রমুখ ।

এ ব্যাপারে কোট পরিদর্শক জামাল উদ্দিন জানান, ৬ লক্ষ ৬৪ হাজার ৫শ টাকার মামলার আলামত মাদক ধ্বংস করা হয়েছে।

2004 Shares